শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন মুশফিক

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৫২, ১৪ জুন ২০২১   আপডেট: ২০:৫৪, ১৪ জুন ২০২১
আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন মুশফিক

ছবি সংগৃহীত: মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম

ঢাকা (জুন ১৪): আন্তর্জাতিক ক্রিকেটকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করার জন্য প্রক্রিয়া চালু করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

এ নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্রিকেটার আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন। মুশফিকের সঙ্গে সেরা হওয়ার দৌড়ে ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। তবে তাদের টপকে সেরা হয়েছেন মুশফিক।

গেল মে মাসে ব্যাট হাতে দারুণ সময় পার করেছেন মুশফিক। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৭৯ গড়ে করেছন ২৩৭ রান। যেখানে প্রথম ম্যাচে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে আবারও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও ১২৫ রানের দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন।

সিরিজের দ্বিতীয় ম্যাচে কুশল পেরেরাদের হারিয়ে লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ পায় বাংলাদেশ। শেষ ওয়ানডেতে ব্যাট হাতে ৩৮ রানের বেশি করতে না পারলেও সিরিজ সেরার পুরস্কার জিতেছেন মুশফিক।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়