বিজয়ের ফিফটিতে আবাহনীর দ্বিতীয় জয়
স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছিলেন এনামুল হক বিজয়। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে সেঞ্চুরি হাঁকানো না হলেও অপরাজিত ছিলেন ফিফটির ইনিংস খেলে। তাতে তার দল আবাহনী লিমিটেড পেয়েছে আসরে টানা দ্বিতীয় জয়ের দেখা।
আজ রোববার (১৯ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান করে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জবাবে ২১ ওভার শেষে বিজয়ের ৫৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে মাত্র ১ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে আবাহনী।
বৃষ্টির কারণে ম্যাচ আর মাঠে না গড়ালে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে ১১ রানের জয় পায় আবাহনী।
বিজয়ের ৬৪ বলে অপরাজিত ফিফটির ইনিংস ছাড়া আবাহনীর জয়ে ৪৮ বলে ৪৩ রানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোহাম্মদ নাঈম। তবে এর আগে শাইনপুকুরের ৩ উইকেট তুলে নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ম্যাচসেরা নির্বাচিত হন স্পিনার তানভীর ইসলাম।
এর আগে বিজয়ের ১২৩ রানের ইনিংসে ভর করে আসরে নিজেদের প্রথম ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩৭২ রানের বড় সংগ্রহ পেয়েছিল আবাহনী। ওই ম্যাচে আকাশি-নীলরা জয় পেয়েছিল ১২৪ রানে।
টানা ২ জয় পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকায় তারা অবস্থান করছে টেবিলের দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব।