United Commercial Bank (UCB)

শুক্রবার

২৪ মার্চ ২০২৩


১০ চৈত্র ১৪২৯,

০১ রমজান ১৪৪৪

আয়ারল্যান্ডকে হারিয়ে নতুন রেকর্ড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১২, ১৮ মার্চ ২০২৩  
আয়ারল্যান্ডকে হারিয়ে নতুন রেকর্ড বাংলাদেশের

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে, ১৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের জবাবে শুরুটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও পরে কিছুটা আক্রমণাত্মক হন আয়ারল্যান্ডের দুই ওপেনার। 

১২তম ওভারে এসে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাকিবের ঘূর্ণিতে প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। আগের ওভারে টানা দুই চার মারা স্টিফেন ডাহনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৮ বলে ৩৪ রান করে সাকিবের শিকার হন তিনি। 

সাকিবের পর সাফল্য পান এবাদত। এই পেসারের শর্ট বলে পুল করতে চেয়েছিলেন স্টার্লিং। বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে। বাঁ দিকে শূন্যে ভেসে দুর্দান্ত ক্যাচ নেন মুশফিকুর রহিম। এরপর টেক্টরকে বিদায় করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন এবাদত।

বলবার্নির আউটের ডেলিভারিটি ছিল দুর্দান্ত। ওভার দ্যা উইকেট থেকে ভেতরের দিকে ঢুকিয়েছিলেন তাসকিন, লাইন মিস করে বোল্ড হন আয়ারল্যান্ড অধিনায়ক। তাসকিনের আরেকটি ওভার, আয়ারল্যান্ডের আরেকটি উইকেট। এবার গেলেন লরকান টাকার। সোজা ব্যাট চালানোর বদলে আড়াআড়ি খেলতে চেয়েছিলেন লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা, ক্যাচ গেছে একমাত্র স্লিপে থাকা ইয়াসির আলীর কাছে।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়