বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

বেট উইনার নিউজের সঙ্গে অবশেষে সাকিবের চুক্তি বাতিল

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৩, ১১ আগস্ট ২০২২  
বেট উইনার নিউজের সঙ্গে অবশেষে সাকিবের চুক্তি বাতিল

ছবি: সংগৃহীত

ঢাকা (১১ আগস্ট): অবশেষে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার মৌখিকভাবে বিসিবিকে তিনি এ তথ্য জানিয়েছেন। তবে বিসিবি তার কাছ থেকে এ সিদ্ধান্ত লিখিতভাবে চেয়েছে। বিসিবির শীর্ষ এক পরিচালক এ খবর নিশ্চিত করেছেন।   

বেটিং সংস্থা বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেট উইনার নিউজ। বেটিং সংক্রান্ত যে কোনো কিছুতেই বিসিবির কড়া নিষেধাজ্ঞা রয়েছে। দেশের আইনেও তা নিষিদ্ধ। সাকিব এই বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় বিসিবি চিঠি দিয়ে তাকে চুক্তি বাতিল করতে বলেছিল। কিন্তু সাকিব নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। এরপর বোর্ড থেকে তাকে সাফ জানিয়ে দেওয়া হয়, বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল না হলে দেশের ক্রিকেটে তিনি নিষিদ্ধ হয়ে যাবেন।

অবশেষে কোনো উপায় না দেখে বৃহস্পতিবার সাকিব চুক্তি থেকে সরে আসার কথা মৌখিকভাবে বোর্ডকে জানান। তবে বিসিবি তাকে লিখিতভাবে চুক্তি ভঙ্গের কথা জানাতে বলেছে। যা আজ রাতেই এ ব্যাপারে লিখিত সিদ্ধান্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। সাকিবের লিখিত চিঠি এলেই এশিয়া কাপের দল ঘোষণা করা হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়