মঙ্গলবার

১৬ এপ্রিল ২০২৪


৩ বৈশাখ ১৪৩১,

০৭ শাওয়াল ১৪৪৫

তিন বছর পর তামিমের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:১৪, ১৭ মে ২০২২  
তিন বছর পর তামিমের সেঞ্চুরি

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ মে): টেস্টে ব্যাট হাতে ধারাবাহিক সফল তামিম ইকবাল বহুদিন কেবল সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। অবশেষে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সেই আক্ষেপে কাটল তার। দীর্ঘ ৩ বছর পর সাদা পোশাক গায়ে চাপিয়ে স্বাদ পেলেন সেঞ্চুরির। এটি তার টেস্টে ১০ম সেঞ্চুরি। টেস্টে লঙ্কানদের বিপক্ষে এটি তার প্রথম সেঞ্চুরি। 

আজ মঙ্গলবার ১৬২ বলে তামিম পূরণ করেন সেঞ্চুরি বা শতক। এই ইনিংসে তামিক হাঁকিয়েছেন ১২টি চার।

এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬৮ রান। ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়। শ্রীলঙ্কার চেয়ে এখনো ২২৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

এর আগে, গতকাল টেস্টের দ্বিতীয় দিনে অ্যাঞ্জেলো ম্যাথুজের ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।

তামিম ইকবাল টেস্টে সবশেষ শতকটি করেছিলেন ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এর মাঝে কেটে গেছে ১৬ ইনিংস। যেখানে ৬টি অর্ধশতক হাঁকালেও দীর্ঘদিন শতরান পাচ্ছিলেন না তিনি।  

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়