শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

রূপপুর প্রকল্পে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৩, ১৬ এপ্রিল ২০২২  
রূপপুর প্রকল্পে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন

ছবি: সংগৃহীত

ঢাকা (১৬ এপ্রিল): রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখার উদ্যোগে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা।

শনিবার রসাটম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘প্রজেক্ট ম্যানেজার্স কাপ’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রূপপুর প্রকল্পের সঙ্গে যুক্ত দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের চারশ’র বেশি ক্রীড়াবিদ ১৩টি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে রয়েছে বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, ডার্টস, টেবিল টেনিস, ফুটবল, লন টেনিস, বিলিয়ার্ড, বেঞ্চ-প্রেস, টাগ-অফ-ওয়ার এবং আর্ম রেসলিং।

আগামী ৭মে প্রতিযোগিতার সমাপনী দিনে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ব্যক্তিগত এবং দলগত বিজয়ীদের পূরষ্কৃত করা হবে।

প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) এর ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী জানান, “বিশ্বব্যাপী রসাটম প্রকৌশল শাখার যেসকল নির্মাণ সাইট রয়েছে তার মধ্যে বাংলাদেশই প্রথম ২০২২ সালে এজাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে”। তিনি আশা প্রকাশ করেন যে, ক্রীড়া প্রতিযোগিতার এই উদ্দীপনা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অব্যাহত থাকবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়