শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

৯ম সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩১, ২৫ মার্চ ২০২২  
৯ম সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত

ছবি: সংগৃহীত

ঢাকা (২৫ মার্চ): তিন দিন ব্যাপী '৯ম সিকদার গ্রুপ ইনডিপেনডেন্স ডে কাপ গলফ টুর্নামেন্ট ২০২২' শুক্রবার শেষ হয়েছে। বুধবার কুর্মিটোলা গলফ কোর্সে এর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।

এ টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি/বিদেশি সদস্যসহ দেশের সব গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও উপস্থিত ছিলেন রিক হক সিকদার, চেয়ারম্যান, আর এন্ড আর এভিয়েশন এবং আর এন্ড আর হোল্ডিংস লি:, রন হক সিকদার, ব্যবস্থাপনা পরিচালক, আর এন্ড আর এভিয়েশন এবং আর এন্ড আর হোল্ডিংস লি. প্রমুখ।

কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. রফিকুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অব.), ক্লাবের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্ণেল আবু মো. সাইদুর রহমান (অব.), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লে. কর্ণেল মো. আনোয়ার হোসেন (অব.) সহ সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়