শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৭ শাওয়াল ১৪৪৫

১৫৫ রান করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১০, ২৩ মার্চ ২০২২   আপডেট: ২০:১১, ২৩ মার্চ ২০২২
১৫৫ রান করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৩ মার্চ): সেঞ্চুরিয়নে আজ ১৫৫ রান করলেই ইতিহাস গড়বে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানে জিতেছিল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এটিই বাংলাদেশের একমাত্র জয়।

বুধবার তৃতীয় ওয়ানডেতে জিতে গেলে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের কীর্তি গড়বে টাইগাররা।

আজ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৩৬ দশমিক ৫ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় তারা। আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাসকিন ফের বিধ্বংসী রূপ ধারণ করেন, তুলে নেন পাঁচ উইকেট।

দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের পক্ষে ওপেনার জানেমান মালানের ৩৯ ছাড়া বাকি কেউই বলার মতো রান করতে পারেননি। শেষদিকে কেশব মহারাজ ২৮ রান করেন। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২০ ও ডেভিড মিলার ১৬ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমার ব্যাট থেকে আসে মাত্র ২ রান।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়