বৃহস্পতিবার

১৮ এপ্রিল ২০২৪


৫ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

গণপরিবহন চালুর আগে ধোয়া-মোছার কাজে শ্রমিকদের ব্যস্ততা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৩, ১০ আগস্ট ২০২১  
গণপরিবহন চালুর আগে ধোয়া-মোছার কাজে শ্রমিকদের ব্যস্ততা

গণপরিবহন চালুর আগে ধোয়া-মোছার কাজে শ্রমিকদের ব্যস্ততা। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (১০ আগস্ট): চলমান কঠোর বিধিনিষেধ শেষে আগামীকাল বুধবার থেকে গণপরিবহন চলবে। আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে সড়ক, রেল ও নৌরুটে গণপরিবহন চলাচল করতে পারবে। ফলে বাস, ট্রেন, লঞ্চ দীর্ঘ ১৯ দিন বন্ধ থাকার কারণে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ডে দেখা যায়, পরিবহণ শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন। সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন ও গাবতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।

 

সদরঘাট লঞ্চ টার্মিনালের সব লঞ্চ পন্টুনে রেখে পরিষ্কার করা হচ্ছে

লঞ্চের কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন

কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন পরিষ্কার করা হচ্ছে

ট্রেনের ভিতরে পরিষ্কার করার কাজে ব্যস্ত কর্মীরা

যে সব গাড়ির ত্রুটি আছে সেগুলো মেরামত করে প্রস্তুত করা হচ্ছে

এনা পরিবহনের বাস ধোয়া-মোছার কাজে ব্যস্ত চালকের সহকারী

বাসগুলো ধোয়া-মোছার কাজ শেষে ইঞ্জিন স্টার্ট দিয়ে পরীক্ষা করে চলাচলের জন্য টার্মিনালে রাখা হয়েছে

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়