বৃহস্পতিবার

১৮ এপ্রিল ২০২৪


৫ বৈশাখ ১৪৩১,

০৯ শাওয়াল ১৪৪৫

লকডাউনের তৃতীয় দিন: বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মানুষের চলাচল

সজল সাইখ || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:০২, ২৬ জুলাই ২০২১   আপডেট: ০২:০৯, ২৬ জুলাই ২০২১
লকডাউনের তৃতীয় দিন: বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মানুষের চলাচল

লকডাউনের তৃতীয় দিন: বেড়েছে ব্যক্তিগত গাড়ি, রিকশা ও মানুষের চলাচল। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৫ জুলাই): সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। তবে গত দুইদিনের তুলনায় আজ বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা।

গতকাল বেলা তিনটা থেকে চারটার চিত্র আর আজ বেলা তিনটা থেকে চারটার চিত্র সম্পূর্ণ ভিন্ন। গতকাল বেলা তিনটার দিকে রাস্তায়গাড়ি ও রিকশা তেমন ছিল না। কিন্তু আজ রাস্তায় মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ছিল চোখে পড়ার মতো।

তবে, কঠোর লকডাউনের মধ্যে যারাই বাইরে বের হয়েছে তাদের সঠিক কারণ দেখাতে হচ্ছে। কেউ যদি সঠিক কারণ দেখাতে ব্যর্থ হলে তাকে গুনতে হচ্ছে জরিমানা।

রাজধানীর কাওরানবাজার মোড় অতিক্রম করা সকল ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল আরোহীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় অনেকে পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। তবে যারা নির্দিষ্ট কারণ দেখাতে পারছেন তাদের পুলিশ ছেড়ে দিচ্ছেন।

গত দুইদিনের চিত্র দেখুন ছবিতে।

ছবিতে দেখুন লকডাউনের তৃতীয় দিনের চিত্র।

মোটরসাইকেল থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সঠিক কারণ দেখাতে না পারলেই জরিমানা

পুলিশের জেরার মুখে ব্যক্তিগত গাড়ির যাত্রীরা

লকডাউনের মধ্যেও গাড়ির দীর্ঘ সারি

মানুষের চলাচল, রিকশা ও ব্যক্তিগত গাড়ি সমান তালে বাড়তে শুরু করেছে

কারওয়ানবাজার মোড় অতিক্রম করছে কিছু ব্যক্তিগত গাড়ি

 

ছবিতে দেখুন লকডাউনের দ্বিতীয় দিনের চিত্র

 

একটি ব্যক্তিগত গাড়ির যাত্রীকে জিজ্ঞাসাবাদ করছে কর্তব্যরত পুলিশ

হাসপাতাল থেকে আশা একজন রোগীকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়

রাজধানীর অন্যতম প্রধান সড়ক, কারওয়ানবাজারের রাস্তা প্রায় ফাঁকা

একজন যাত্রী তার গন্তব্যে যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া করছেন

ডাক্তার ও পুলিশের মধ্যে তর্ক-বিতর্ক হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়