শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

ব্যস্ত সময় পার করছেন চামড়া শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২৪, ২৩ জুলাই ২০২১  
ব্যস্ত সময় পার করছেন চামড়া শ্রমিকরা

কাঁচা চামড়ায় লবণ ছিটিয়ে সংগ্রহের জন্য প্রক্রিয়াজতকরণের কাজ করছেন শ্রমিকরা। ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

পুরান ঢাকার লালবাগের পোস্তার চামড়ার আড়তগুলো সরব হয়ে উঠেছে শ্রমিকদের হাঁক-ডাকে। কোরবানি ঈদের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করছেন চামড়া শ্রমিকরা। এ সময় সংগ্রহ করা কাঁচা চামড়ায় লবণ মাখিয়ে প্রক্রিয়াজতকরণ করছেন তারা। পরবর্তীকালে এসব চামড়া ট্যানারিগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। যা থেকে তৈরি হয় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার্য বেশিরভাগ চামড়াজাত পণ্য। এরমধ্যে রয়েছে জুতা থেকে শুরু করে ব্যাগ, হ্যান্ড গ্লোবস, জ্যাকেট, বেল্ট, মানিব্যাগ ইত্যাদি। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার পোস্তা এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আমাদের নিজস্ব আলোকচিত্রী।

মৌসুমি চামড়া ব্যবসায়ীদের থেকে পাইকার ব্যবসায়ীরা চামড়া কিনে ভ্যানে তুলছেন

চামড়া থেকে শিং, কান ছাড়াচ্ছেন একজন শ্রমিক

কাঁচা চামড়ায় লবণ ছিটিয়ে সংগ্রহের জন্য প্রক্রিয়াজতকরণের কাজ করছেন শ্রমিকরা

 কোরবানির পশুর চামড়া থেকে ছাড়ানো শিং, কান অন্যস্থানে নিয়ে যাচ্ছেন একজন শ্রমিক

চামড়া ব্যবসায়ী, শ্রমিক কারও মুখেই মাস্ক পরা নেই

চামড়ায় লবণ ছিটিয়ে সংগ্রহের জন্য স্তুপ আকারে জমা করছেন শ্রমিকরা

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়