বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে নটরডেম শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:২৯, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ১৪:২৪, ২৫ নভেম্বর ২০২১
সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে নটরডেম শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৫ নভেম্বর): ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সহপাঠী নাঈম হাসানের (১৭) মৃত্যুর ঘটনায় মতিঝিল এলাকার সড়কে অবস্থান নিয়ে ফের বিক্ষোভ করছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা কলেজের সামনে জড়ো হন। সাড়ে ১১টা নাগাদ তারা শাপলা চত্বরের সড়কে অবস্থান নেন। এ সময় তারা 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান এবং ঘটনার প্রকৃত আসামির গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেন।

বিক্ষোভরত শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন করছেন। তাদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে— মানুষসহ সড়কের সব প্রাণীর নিরাপত্তা দিতে হবে, ২০১৮ সালের নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করতে হবে, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

গতকাল বুধবার দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় প্রাণ হারান ১৭ বছরের এই তরুণ। নাঈমের মৃত্যুর খবর কলেজে পৌঁছলে শতাধিক শিক্ষার্থী গুলিস্তান এসে সড়ক অবরোধ করেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়