শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:০২, ২৮ অক্টোবর ২০২১  
আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন

ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ অক্টোবর): আগামী বছর অর্থাৎ ২০২২ সালে সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে সরকার। ২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন। 

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ২০২২ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষ থেকে মন্ত্রীরা বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২২ দিনের মধ্যে ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। নতুন বছরে (২০২২ সাল) মোট ২২ দিন সরকারি ছুটি ভোগ করবে বাংলাদেশ, যার মধ্যে ছয় দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ২০২২ সালের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ৮ দিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয়টি ছুটি সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।  
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়