শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

শুরু হচ্ছে কিশোর শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৪:৫৩, ২৮ অক্টোবর ২০২১  
শুরু হচ্ছে কিশোর শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম 

ফাইল ফটো

ঢাকা (২৮ অক্টোবর): পহেলা নভেম্বর থেকে সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষের সামনে উপস্থিত সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ নভেম্বর থেকে ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। প্রথমে ঢাকায় ১২টি কেন্দ্র দিয়ে শুরু করা হবে। একটু সময় নিয়ে সারাদেশেই শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এইসব শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। 

তিনি জানান, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ফাইজারের টিকা রয়েছে। ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেয়া হবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকালও ৫৫ লাখ টিকা এসেছে দেশে। আমাদের কাছে এখন ২ কোটি ডোজ টিকা মজুদ আছে। নভেম্বরে ফাইজারের আরো ৩৫ লাখ  ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজও দেওয়া হয়। তাদের কারও কোনো সমস্যা হয়নি বলে সরকারের তরফ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে। 
 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়