শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩০, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১২:৩৪, ২৮ অক্টোবর ২০২১
ফাইজারের আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইজারের উৎপাদিত টিকা। ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ অক্টোবর): করোনাভাইরাস মহামারি রোধকল্পে বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার। দেশটির ঢাকাস্থ দূতাবাস গতকাল বুধবার এক সংবাদ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এ সময় তারা আরও জানিয়েছে এ নিয়ে দেশটি থেকে আসা মোট টিকার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৫০ লাখ ডোজ।

রাষ্ট্রদূত আর্ল মিলারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশা করি, এই টিকা তরুণ বয়সী বাংলাদেশীদের, বিশেষ করে শিক্ষার্থীদের কোভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে এবং তারা তাদের লেখাপড়া ও সামাজিক কর্মকাণ্ড শুরু করতে পারবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ফাইজার-বায়োএনটেকের কোভিড টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তালিকা করে বাংলাদেশ সরকারও তাদের টিকাদান শুরুর পরিকল্পনা সাজিয়েছে। গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ জন শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজও দেওয়া হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়