বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৫৫, ২৬ অক্টোবর ২০২১   আপডেট: ১৩:০৫, ২৬ অক্টোবর ২০২১
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৬ অক্টোবর): রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ বাঁধে। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
 
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টার দিকে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলটি সম্প্রীতি সমাবেশ করে। সমাবেশ শেষে মিছিল নিয়ে যাওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে নাইটিঙ্গেল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা কর্মীদের সংঘর্ষ শুরু হয়। 

এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া, ইটপাটকেল, ফাঁকা গুলি, কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনা ঘটে। পরে বিএনপির নেতা-কর্মীরা বিভিন্ন গলিতে অবস্থান নেন। মিনিট দশেক ধরে এই সংঘর্ষ চলে।

মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) আব্দুল আহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে আমরা বাধা দিইনি। তাদের মিছিলের অনুমতি ছিল না। তবু তারা মিছিল করছিলেন। 

তিনি আরও বলেন, বিএনপিই পুলিশের উপর হামলা চালায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে তাদের ধাওয়া দেয়।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়