বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

কোরআন অবমাননার ঘটনায় বায়তুল মোকাররম থেকে মিছিল

কাকরাইলে প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত, আটক ৩

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৩, ১৫ অক্টোবর ২০২১   আপডেট: ২২:২৪, ১৫ অক্টোবর ২০২১
কাকরাইলে প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে ৫ পুলিশ আহত, আটক ৩

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

শুক্রবার (১৫অক্টোবর): রাজধানীর কাকরাইলের নাইট এঙ্গেল মোড়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। কুমিল্লায় কোরআন অবমাননায় ঘটনায় আজ শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে  পৌঁছালে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ বাধে।

এ ঘটনায় অন্তত ৫ পুলিশ সদস্য আহত হন। এ সময় পুলিশ ৩ মিছিলকারীকে আটক করে।

প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা যায়, মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় মিছিলকারীরা আশপাশের অলি-গলিতে ছড়িয়ে পড়েন। ইটের আঘাতে একজন ফটোসাংবাদিকসহ কয়েকজনকে আহত হতে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের রমনা ডিভিশনের উপ-কমিশনার সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ৩ মিছিলকারীকে আটক করা হয়েছে।

এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ২টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে র্যাব সদস্যরা উপস্থিত হন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটের পর থেকে সেখানকার পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে।

Nagad
Walton

সর্বশেষ