রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিমান বাংলাদেশের সেই পাইলট ‘কোমায়’

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২২, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ২১:৫৮, ২৯ আগস্ট ২০২১
বিমান বাংলাদেশের সেই পাইলট ‘কোমায়’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম। ছবি: সংগৃহীত

ঢাকা (২৯ আগস্ট): মাঝ আকাশে হার্ট অ্যাটাক হওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম এখনো ‘কোমায়’ আছেন। তিনি ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রয়েছেন। 

বাংলাদেশ এয়ারলাইনস পাইলট অ্যাসোসিয়েশনের (বাপা) সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বিজনেস ইনসাইডার বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রোশান ফুলবান্ধে মোবাইল ফোনে বাসসকে  জানিয়েছেন,, ক্যাপ্টেন নওশাদের অবস্থা গুরুতর। তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তিনি কোমায় আছেন।

বাসসের প্রতিবেদনে আরও জানা গেছে, ক্যাপ্টেন নওশাদ ওই হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ডা. সুভরজিৎ দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান ডা. রঞ্জন বারোকার ও  ডা. বীরেন্দ্র বেলেকারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

প্রসঙ্গত, শুক্রবার মাসকাট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শিডিউল ফ্লাইট বিজি০২২ মোট ১২৪ যাত্রী নিয়ে ঢাকা আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়