বৃহস্পতিবার

০২ মে ২০২৪


১৯ বৈশাখ ১৪৩১,

২২ শাওয়াল ১৪৪৫

মেট্রোরেলের ট্রায়াল রান শুরু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫২, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১৯:৩৩, ২৯ আগস্ট ২০২১
মেট্রোরেলের ট্রায়াল রান শুরু

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৯ আগস্ট): আজ রবিবার ভায়াডাক্টের ওপর মেট্রোরেল চলাচলের ট্রয়াল রান শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বেলা ১১টা ৫৮ মিনিটে সবুজ পতাকা নাড়িয়ে মেট্রোরেলের পরীক্ষামূলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, আগামী বছর তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুনে পদ্মাসেতু, পরে কর্ণফুলী ট্যানেল, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে।

এর পূর্বে গত শুক্রবার সকাল ১০ টার দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়। মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।

প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করা হয় বলে জানায় মেট্রো কর্তৃপক্ষ। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়