বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

অক্সিজেন এক্সপ্রেসে করে ভারত থেকে আসছে দুই শ’ টন অক্সিজেন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৯, ২৪ জুলাই ২০২১   আপডেট: ০৩:২০, ২৫ জুলাই ২০২১
অক্সিজেন এক্সপ্রেসে করে ভারত থেকে আসছে দুই শ’ টন অক্সিজেন

ভারতীিয় রেলের অক্সিজেন এক্সপ্রেস ট্রেন, ছবি : হিন্দুস্থান টাইমস

ঢাকা (১৮ জুলাই): ভারতের দেওয়া ২০০ মেট্রিক টন লিকুইড মেডিকেল অক্সিজেন বাংলাদেশে আজ রাতে পৌঁছাবে।  ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কনটেইনারে এই অক্সিজেন আজ রাত ১০টায় বাংলাদেশে বেনোপোলে এসে পৌঁছাবে। 

শনিবার ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে পৌঁছাবে বলে ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক সংবাদ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লিন্ডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানী করছে।

সংবাদ-বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের অক্সিজেন এক্সপ্রেস গত ২৪ এপ্রিল থেকে চালু হয়েছে। বিশেষ এই ট্রেন সার্ভিস ভারতে ৪৮০টি অপরেশন পরিচালনা করেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশেও  এই প্রথম অক্সিজেন সার্ভিস দিল ভারত।

প্রসঙ্গত, বাংলাদেশের হাসপাতালগুলোতে তরল অক্সিজেনের সংকট বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়েছে। এর আগে ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১টি ট্যাঙ্কার পাঠানো হয়।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়