শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

মঙ্গলবার থেকে ঢাকার ৭ জেলায় লকডাউন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৪৫, ২১ জুন ২০২১   আপডেট: ০০:০৮, ২২ জুন ২০২১
মঙ্গলবার থেকে ঢাকার ৭ জেলায় লকডাউন

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২১ জুন): বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে আগামীকাল  মঙ্গলবার থেকে ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সকাল ৬টা থেকে এই লকডাউন শুরু হয়ে  আগামী ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

জেলাগুলো হল— মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ।

সোমবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোঃ রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে  এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা  হয়েছে, “এ সময়ে শুধুমাত্র আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন— কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহণ, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের (নদীবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরাকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া),  বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাশবশ্যকীয়  পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, তহাদের কর্মচারী ও যানবহন এবং পণবাহী ট্রাক/লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।”

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়