শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

করোনায় ৫২ দিনে সর্বোচ্চ ৮২ মৃত্যু, আক্রান্ত ৩,৬৪১

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:২৮, ২১ জুন ২০২১   আপডেট: ০০:৩৩, ২১ জুন ২০২১
করোনায় ৫২ দিনে সর্বোচ্চ ৮২ মৃত্যু, আক্রান্ত ৩,৬৪১

ছবি: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২০ জুন):  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮২ জনের মৃত্যু হয়েছে। এক দিনে ৫২ দিনের সর্বোচ্চ মৃত্যু এটা। এর আগে গত ২৯ এপ্রিল ৮৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট ১৩ হাজার ৫৪৮ জন মারা গেলেন। 

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। ফলে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে।

রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখনো পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। 

আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৬২ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ৬৫৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে খুলনা বিভা‌গে ৩২, ঢাকায় ২১, চট্টগ্রামে ৯, রাজশাহীতে ১২, বরিশালে একজন, সিলেটে ২, রংপুরে একজন ও ময়মনসিংহে ৪ জনের মৃত্যু হয়েছে।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়