বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

১৩ জুন ঢাকায় আসছে

বেইজিং বিমানবন্দরে চীনের উপহার ৬ লাখ ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৪২, ১১ জুন ২০২১   আপডেট: ১৮:১৫, ১১ জুন ২০২১
বেইজিং বিমানবন্দরে চীনের উপহার ৬ লাখ ডোজ টিকা

ছবি: সংগৃহীত

ঢাকা (১১ জুন): বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া ৬ লাখ ডোজ চীনা টিকা আগামী ১৩ জুনের ঢাকায় পৌঁছবে। চীনের দেওয়া উপহারের এ দ্বিতীয় চালান ঢাকার উদ্দেশে আজ শুক্রবার বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ-মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এমনটিই জানিয়েছেন বাংলাদেশস্থ চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। 

আজ শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে এক ফেসবুক স্ট্যাটাসে হুয়ালং ইয়ান জানান, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছে৬ লাখ উপহার ভ্যাকসিন। ঢাকায় আগমন: ১৩ জুন। (600,000 gift vaccines are heading to Beijing International Airport. Arrival in Dhaka: June 13.)

এর আগে, চীনের দেওয়া উপহার পাঁচ লাখ ডোজের টিকা ১২ মে বাংলাদেশে পৌঁছেছিল। চীনের রাষ্ট্রদূত লি জিমিং রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আবদুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে এই ভ্যাকসিন হস্তান্তর করেছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইসারের সংক্রমণ ও মৃত্যু ক্রমেই বেড়ে চলেছে। গতকাল বৃহস্পতিবারে দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে,  বুধবারে (২৪ ঘণ্টায়) এ ভাইরাসে আক্রান্ত ৪০ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে এতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৭৬ জন। অর্থাৎ, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১২ হাজার ৯৮৯ জন মারা গেছেন। এবং ৮ লাখ ২০ হাজার ৩৯৬ জন এই ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়