শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

খুলনা বিভাগের ১২৬ ইউপিসহ ১৬৩ ইউপির নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৩, ১০ জুন ২০২১   আপডেট: ২২:২৫, ১০ জুন ২০২১
খুলনা বিভাগের ১২৬ ইউপিসহ ১৬৩ ইউপির নির্বাচন স্থগিত

খুলনা বিভাগের ১২৬ ইউপি নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন

ঢাকা (১০ জুন): করোনাভাইরাসের সংক্রমণ শঙ্কাজনকভাবে বৃদ্ধির কারণে খুলনা বিভাগের ১২৬ ইউনিয়ন পরিষদের (ইউপির) ভোট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ছাড়া, দেশের বিভিন্ন স্থানে আরও ৩৭ ইউপির ভোট স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে স্থগিত করা হয়েছে ৯টি পৌরসভার ভোটও। 

বৃহস্পতিবার বিকেল তিনটায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন।

অবশ্য, নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

এর পূর্বে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় খুলনা বিভাগীয় কমিশনার বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা জেলার ১২৩ ইউনিয়নে ভোট বন্ধ করতে অনুরোধ জানিয়েছিলেন।

প্রসঙ্গত, খুলনা বিভাগে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই বাড়ছে শনাক্তের সংখ্যা। গত একদিনে বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫৭৮ জনের, যা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে সর্বোচ্চ শনাক্ত। 

উল্লেখ্য, এ নিয়ে খুলনা বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৯৫ জনের।
 

Nagad
Walton

সর্বশেষ