শুক্রবার

০৪ অক্টোবর ২০২৪


১৯ আশ্বিন ১৪৩১,

৩০ রবিউল আউয়াল ১৪৪৬

সীমান্তে যাতে আর একটি প্রাণও না ঝরে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২৪  
সীমান্তে যাতে আর একটি প্রাণও না ঝরে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে যাতে আর কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ডের শিকার না হয়, সে বিষেয় সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

সীমান্তে বিএসএফের বাংলাদেশি নাগরিক হত্যার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘বর্ডার কিলিং নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ করেছি। আমি আশা করবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।’

উপদেষ্টা আরও বলেন, ‘পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয়, যেহেতু আমাদের লোক যাওয়া-আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করেছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজামণ্ডপ করেন। যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য। ওপারের লোকও যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য।’
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়