শনিবার

১৪ সেপ্টেম্বর ২০২৪


৩০ ভাদ্র ১৪৩১,

১০ রবিউল আউয়াল ১৪৪৬

অন্তবর্তী সরকার গঠন হবে, সবাই শান্ত থাকুন: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১৮, ৫ আগস্ট ২০২৪  
অন্তবর্তী সরকার গঠন হবে, সবাই শান্ত থাকুন: সেনাপ্রধান

সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে, সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। সবাই শান্ত থাকুন।

জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। তাদের মতামত প্রেক্ষিতে একটি অন্তবর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে আমরা যাবো।

তিনি আরও বলেন. দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সেনাবাহিনীকে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়বো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।

সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে। তিনি ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়