বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৬, ২৩ মার্চ ২০২৩  
দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার আহ্বান কাদেরের

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ মুক্তিপাগল সাড়ে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ধারণ করে নতুন প্রজন্মকে দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণের সাত বিদেশি ভাষায় উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসনের উদ্যোগে বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ উপস্থাপনার আয়োজন করা হয়। 

বঙ্গবন্ধুকে ভালোবেসে শিক্ষার্থীদের সাম্প্রদায়িকতাবিরোধী সমাজ, ভেজাল ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তাহলে দুর্নীতিকে ঘৃণা করো। বঙ্গবন্ধুকে ভালোবাসলে সন্ত্রাস, ভেজাল ও সাম্প্রদায়িক অপশক্তিকে ঘৃণা করো।’ 

মন্ত্রমুগ্ধ হয়ে শিক্ষার্থীদের ভাষণ শুনেছেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, শিশুদের মুখে ঐতিহাসিক ভাষণ আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছি। তাদের মুখে বিদেশি ভাষায় বঙ্গবন্ধুর ভাষণ আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এমন আয়োজনে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত হবে, আগামী দিনের সম্পদ হবে।

এ সময় বঙ্গবন্ধু নিজের দেশের জনগণ ও তার কর্মে বেঁচে আছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “কোনো এক জন্মদিবসে বঙ্গবন্ধু বলেছিলেন ‘আমার জন্ম আর মৃত্যু কিসের, আমার জনগণই আমার জীবন।’”

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়