শনিবার

২৭ জুলাই ২০২৪


১২ শ্রাবণ ১৪৩১,

২০ মুহররম ১৪৪৬

আরাভ খানকে নজরদারিতে রাখা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪১, ২৩ মার্চ ২০২৩   আপডেট: ১৬:৫৫, ২৩ মার্চ ২০২৩
আরাভ খানকে নজরদারিতে রাখা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয়

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: পুলিশ কর্মকর্তা হত্যার আসামি দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে নজরদারিতে রাখা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সাহায্য চায়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন এসব কথা জানান। বললেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাহায্য চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয় সহায়তা করবে।

এছাড়া, তিস্তা নদীতে খাল খননের বিষয়ে ভারতে কাছে জানতে চাওয়া হলেও দিল্লি থেকে এখন পর্যন্ত ঢাকা ফিরতি কোনো উত্তর পায়নি বলে জানিয়েছেন সেহেলী সাবরীন। প্রতিউত্তর আসলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে এ সময় উল্লেখ করেন তিনি।

সোহেলী সাবরীন আরও বলেন, বুদ্ধিজীবী হত্যা ও বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে আনতে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। বন্দি সমর্পন চুক্তির মাধ্যমে দেশগুলোর সাথে আলোচনা করে বন্দি বিনিময় হবে। দোষীদের দেশে ফিরিয়ে এনে বিচার কার্যক্রম সম্পন্ন করার কথাও বলেন তিনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়