United Commercial Bank (UCB)

শুক্রবার

২৪ মার্চ ২০২৩


১০ চৈত্র ১৪২৯,

০১ রমজান ১৪৪৪

আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:২২, ১৮ মার্চ ২০২৩  
আরাভ খানকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দুবাইয়ের সোনা ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সব চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (১৮ মার্চ) তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠান যোগদান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরই মধ্যে তাকে (আরাভ খান) ধরতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে। তাকে দেশে ফেরাতে সব রকম চেষ্টা চলছে।

তবে আরাভ যেহেতু ভারতীয় পার্সপোটধারী সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত আনা হবে সে প্রশ্নের স্পষ্ট জবাব দেননি মন্ত্রী।

বাংলাদেশের পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মো. মামুন এমরান খান হত্যা মামলার আসামি আরাভ খান।

চিত্রনায়িকা মাহিয়া মাহি গ্রেপ্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কিছু অভিযোগ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি। 

Nagad

পাঠকপ্রিয়