শনিবার

২০ এপ্রিল ২০২৪


৭ বৈশাখ ১৪৩১,

১১ শাওয়াল ১৪৪৫

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০১, ৭ ডিসেম্বর ২০২২  
প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন

ছবি: সংগৃহীত

ঢাকা (০৭ ডিসেম্বর): প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জেল হোসেন মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন মুখ্য সচিব করা হয়েছে। তিনি আহমদ কায়কাউসের স্থলাভিষিক্ত হলেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

মুখ্য সচিব হিসেবে কায়কাউসের মেয়াদ ৯ ডিসেম্বর শেষ হবে বলে মন্ত্রণালয় এই পরিবর্তন করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তোফাজ্জেলকে তার আগের পদ থেকে বদলি করা হয়েছে।

একটি পৃথক গেজেটে মন্ত্রণালয় জানায় কায়কাউসকে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মুখ্য সচিব হওয়ার আগে তোফাজ্জেল ২০২১ সালের জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কাজ করেছিলেন। তিনি ২০২১ সালে ২৯ ডিসেম্বর জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়