শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৪, ৭ ডিসেম্বর ২০২২  
ঢাকায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

ছবি: সংগৃহীত

ঢাকা (০৭ ডিসেম্বর): ঢাকায় রাজনৈতিক সংঘাতের আশঙ্কায় এখানে বসবাসরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। বুধবার ঢাকার মার্কিন দূতাবাস নিজস্ব ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘২০২৪ সালের আগে অথবা ওই বছরের জানুয়ারিতে বাংলাদেশে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো সভাসমাবেশ ও অন্য নির্বাচনকেন্দ্রীক কর্মকাণ্ড এরই মধ্যে শুরু করেছে। নির্বাচন যত ঘনিয়ে আসবে, তত ঘন ঘন রাজনৈতিক সভাসমাবেশ, বিক্ষোভ হতে পারে। এর তীব্রতাও বাড়তে পারে। এরই মধ্যে ১০ ডিসেম্বর ঢাকার ভিন্ন এলাকায় র‌্যালি ঘোষণা করেছে বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল’।

এতে আরো বলা হয়, ‘এতে সংঘাত ও সহিংসতা বৃদ্ধি পেতে পারে। ফলে (বাংলাদেশে অবস্থানরত) মার্কিন নাগরিকদের নজরদারি বাড়িয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে’।

পরামর্শ হিসেবে বলা হয়, ‘আপনার উচিৎ হবে প্রতিবাদ বিক্ষোভ এড়িয়ে চলা। কোনো বড় সমাবেশের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।’

এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা খতিয়ে দেখতে, চারপাশের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে স্থানীয় বিভিন্ন ইভেন্টের কথাও উল্লেখ করা হয়েছে।

পরিবর্তিত পরিস্থিতির বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম মনিটর করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সব সময় নিজের সঙ্গে চার্জযুক্ত মোবাইল ফোন বহন করার অনুরোধ করা হয়েছে।

 

Nagad
Walton

সর্বশেষ