বুধবার

১৭ এপ্রিল ২০২৪


৪ বৈশাখ ১৪৩১,

০৭ শাওয়াল ১৪৪৫

বিএনপির সমাবেশকে ঘিরে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:৪৪, ৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ২০:৪৬, ৬ ডিসেম্বর ২০২২
বিএনপির সমাবেশকে ঘিরে বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতা

ছবি: সংগৃহীত

ঢাকা (০৬ ডিসেম্বর): বাংলাদেশে ভ্রমণ বা এখানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সব ধরণের সব বড় সমাবেশ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষের আশঙ্কায় তারা এ পরামর্শ দিয়েছে।

মঙ্গলবার ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বাংলাদেশ সফরের ব্যাপারে  সতর্কতা জারি করে বলেছে, "রাজনৈতিক সমাবেশের ফলে আইন প্রয়োগকারী সংস্থার সাথে সহিংস সংঘর্ষ হতে পারে।"

এতে বলা হয়েছে, ঢাকায় ১০ ডিসেম্বর রাজনৈতিক সমাবেশ হতে যাচ্ছে। এতে শহরের চারপাশে পরিবহন, যোগাযোগ নেটওয়ার্ক এবং চলাচলে সম্ভাব্য ব্যাঘাত ঘটবে। ১০ ডিসেম্বরের কাছাকাছি দিনগুলিতে শহরে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরও সরব উপস্থিতি থাকবে।

এ পরিস্থিতিতে এফসিডিও ব্রিটিশ নাগরিকদের বলছে, "আপনাকে রাজনৈতিক সমাবেশ সহ সমস্ত বড় জমায়েত এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে।"

এতে আরও বলা হয়, প্রতি বছর দেড় লাখ ব্রিটিশ নাগরিক বাংলাদেশে আসেন এবং বেশিরভাগ সফরই ঝামেলামুক্ত।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়