শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪০, ৫ ডিসেম্বর ২০২২  
স্মৃতিসৌধে ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ প্রবেশে নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ঢাকা (০৫ ডিসেম্বর): মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে সোমবার নোটিশে জানিয়েছে কর্তৃপক্ষ।

নোটিশে বলা হয়, মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য আজ থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধে সকল প্রকার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।

বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় স্মৃতিসৌধে শুরু হয়েছে তিন বাহিনীর সদস্যদের কুচকাওয়াজসহ মোটরসাইকেল মহড়ার প্রস্তুতি। যা আগামী ১৫ তারিখ পর্যন্ত চলবে। আজ সকাল থেকে শুরু হয়েছে জাতীয় স্মৃতিসৌধ ধোয়া-মোছাসহ সৌন্দর্য বর্ধনের কার্যক্রম। স্মৃতিসৌধ এলাকায় টাঙানো ব্যানার-ফেস্টুন অপসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রম চলছে। পাশাপাশি নতুন ফুল গাছ ও ঘাস পরিষ্কারের কাজ শুরু করছে মালিরা।  

 

Nagad
Walton

সর্বশেষ