বৃহস্পতিবার

১৮ সেপ্টেম্বর ২০২৫


৩ আশ্বিন ১৪৩২,

২৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিএনপির নয়াপল্টনে সমাবেশ নিয়ে যা বললেন হাছান মাহমুদ

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৪৮, ২৯ নভেম্বর ২০২২  
বিএনপির নয়াপল্টনে সমাবেশ নিয়ে যা বললেন হাছান মাহমুদ

ছবি: সংগৃহীত

ঢাকা (২৯ নভেম্বর): বিএনপি আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করতে চাইলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে সাম্প্রতিক রাজনীতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি দলটি বিষধর সাপ, সুযোগ পেলে ছোবল মারবেই। তারা সরকার পতনের আন্দোলনের নামে সহিংসতা করতে চায়। এ জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে সমাবেশের জেদ ধরে বসে আছে। তবে বিশৃঙ্খলা করতে চাইলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যাতে নির্বিঘ্নে সমাবেশ করতে পারে এ জন্য প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মেলন পিছিয়েছেন। সমাবেশ করার সুবিধার্থে সরকার ছাড় দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি ১০ লাখ মানুষ নিয়ে সমাবেশ করতে চায়। পল্টনে তো এতো মানুষ নিয়ে সমাবেশ করা সম্ভব নয়। সেজন্য পূর্বাচলে বাণিজ্য মেলার মাঠে তাদের সমাবেশের পরামর্শ দেয়া হয়েছিল। যাতে তারা নির্বিঘ্নে সমাবেশ করতে পারে।

হাছান মাহমুদ আরও বলেন, এরই মধ্যে সমাবেশের নামে তারা বিভিন্ন স্থানে ভাঙচুর করেছে। বিএনপি হচ্ছে বিষধর সাপ। ২০১৩/২০১৪ সালের মতো তারা যে ভাঙচুর, জ্বালাও, পোড়াও করবে না এর কোনো নিশ্চয়তা নেই।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়