শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৬৬ রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:০৪, ২৮ নভেম্বর ২০২২   আপডেট: ১৯:০৫, ২৮ নভেম্বর ২০২২
ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৬৬ রোগী হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

ঢাকা (২৮ নভেম্বর): দেশে বিগত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৬৬ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ১ হাজার ৮৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৭৫৩ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কেউ মারা যাননি। তবে, এর আগের ২৪ ঘণ্টায় তিনজন মারা গিয়েছিল। ফলে, চলতি বছর ডেঙ্গুতে ২৪৭ জন মারা গেছেন, যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 

তারা আরও জানায়, এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪৯৬ জনে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৪ হাজার ৪১২ জন রোগী।

উল্লেখ্য, গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি কর্পোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে কর্পোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

Nagad
Walton

সর্বশেষ