শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৩৫

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:২৫, ১ অক্টোবর ২০২২  
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬৩৫

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ অক্টোবর): দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এতে আরও ৬৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৫১৮ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত দুই হাজার ১৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর মধ্যে এক হাজার ৬৫৮ জন ঢাকার মধ্যে এবং ৫০০ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ৭২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ১২ হাজার ৭৯৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ৯২৮ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ১৪ হাজার ৫১৩ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এদের মধ্যে ১১ হাজার ১১৪ জন ঢাকার এবং বাকি তিন হাজার ৩৯৯ জন ঢাকার বাইরের বাসিন্দা।

শনিবার একজনের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫৫ জনে পৌঁছেছে।

 

Nagad
Walton

সর্বশেষ