বুধবার

২৪ এপ্রিল ২০২৪


১১ বৈশাখ ১৪৩১,

১৫ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪০ রোগী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:২৬, ৩০ সেপ্টেম্বর ২০২২  
ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪০ রোগী হাসপাতালে

এডিস মশা

ঢাকা (৩০ সেপ্টেম্বর): সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশে এ বছর মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া ২৪০ রোগীর মধ্যে ১৫০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৯০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৬ হাজার ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১২ হাজার ২৮১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন তিন হাজার ৮১১ জন ডেঙ্গু রোগী। অন্যদিকে, চিকিৎসা শেষে ১৪ হাজার ১২০ জন হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১০ হাজার ৮০৬ জন ঢাকার এবং বাকি তিন হাজার ৩১৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

তারা আরও জানিয়েছে, চলতি বছর ডেঙ্গুতে সারা দেশে ৫৫ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ২৭ জন ঢাকার, ১৮ জন কক্সবাজারের, ৪ জন বরিশালের এবং ৬ জন চট্টগ্রামের বাসিন্দা। 

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০৫ জন মারা যান।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়