United Commercial Bank (UCB)

শুক্রবার

০২ ডিসেম্বর ২০২২


১৮ অগ্রাহায়ণ ১৪২৯,

০৬ জমাদিউল আউয়াল ১৪৪৪

২৪ ঘণ্টায় ৬৬৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:১০, ২৮ সেপ্টেম্বর ২০২২  
২৪ ঘণ্টায় ৬৬৫ জনের করোনা শনাক্ত

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৮ সেপ্টেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তাই করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৬০ জনই রয়েছে। তবে এতে শনাক্ত হয়েছেন ৬৬৫ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ৬৬৫ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৭৩৭ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন হয়েছে।

এতে আরো বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে চার হাজার ৭২৮ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৬৬৫ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭। গতকাল শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২।

 

Nagad

সর্বশেষ