মঙ্গলবার

১৬ এপ্রিল ২০২৪


৩ বৈশাখ ১৪৩১,

০৭ শাওয়াল ১৪৪৫

২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:০২, ২৬ সেপ্টেম্বর ২০২২  
২৪ ঘণ্টায় করোনায় ছয় জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (২৬ সেপ্টেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। তাই করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৫৯ জনে। এতে শনাক্ত হয়েছেন ৭১৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ৭১৮ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৫৭২ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২২ হাজার ৪০৮ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬৩ হাজার ৩০৮ জন হয়েছে।

এতে আরো বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে পাঁচ হাজার ২৮৮ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৭১৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৮। গতকাল শনাক্তের হার ছিল ১২ দশমিক ৯৬।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়