United Commercial Bank (UCB)

মঙ্গলবার

০৪ অক্টোবর ২০২২


১৯ আশ্বিন ১৪২৯,

০৬ রবিউল আউয়াল ১৪৪৪

২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৭৮

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:২৩, ২২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৮:২৪, ২২ সেপ্টেম্বর ২০২২
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৬৭৮

ছবি: সংগৃহীত

ঢাকা (২২ সেপ্টেম্বর): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা হয়েছে ২৯ হাজার ৩৪৬ জন। এতে শনাক্ত হয়েছেন ৬৭৮ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ৬৭৮ জন। আগের দিন এ সংখ্যা ছিল ৬৪১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন হয়েছে।

এতে আরো বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে চার হাজার ৭৯৮ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৬৭৮ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৩। গতকাল শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৭৩।

 

সর্বশেষ

পাঠকপ্রিয়