শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

করোনা মৃত্যু নেই, শনাক্ত কমেছে

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪৩, ১৩ আগস্ট ২০২২  
করোনা মৃত্যু নেই, শনাক্ত কমেছে

গ্রাফিক্স: বিজনেস ইনসাইডার বাংলাদেশ


ঢাকা (১৩ আগস্ট): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তাই করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১২ জনই রয়েছে। তবে এতে শনাক্ত হয়েছেন ১৪৪ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২৯ শতাংশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ১৪৪ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২১৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ আট হাজার ৬৪৪ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৫৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫০ হাজার ৮৪৩ জন হয়েছে।

এতে আরো বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে তিন হাজার ৩৫৭ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ১৪৪ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪ দশমিক ২৯। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৫।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়