শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

বঙ্গবন্ধুর সমাধিতে হাইকোর্টের নবনিযুক্ত ১১ বিচারপতির শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৭, ৫ আগস্ট ২০২২  
বঙ্গবন্ধুর সমাধিতে হাইকোর্টের নবনিযুক্ত ১১ বিচারপতির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন নবনিযুক্ত ১১ বিচারপতির। ছবি: বাসস থেকে সংগৃহীত

ঢাকা (০৫ আগস্ট): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত ১১ বিচারপতি।

আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত করেন। সুপ্রীম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ৩১ জুলাই সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ১১ জন অতিরিক্ত বিচারপতি শপথ নেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত বিচারপতিরা হলেন: জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী, জেলা ও দায়রা জজ আতাবুল্লাহ, ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ, ডেপুটি এটর্নি জেনারেল আমীনুল ইসলাম, আইনজীবী আলী রেজা, সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বজলুর রহমান, মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ, ডেপুটি এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ, সুপ্রীম কোর্টের আইনজীবী এস এম মাসুদ হোসেন দোলন, সুপ্রীম কোর্টের আইনজীবী এ কে এম রবিউল হাসান ও জেলা জজ ফাহমিদা কাদের। 

উল্লেখ্য, গত ১ আগস্ট থেকে তারা হাইকোর্টে বিচারকার্য পরিচালনায় যোগদান করেন। বাসস।

Nagad
Walton

সর্বশেষ