United Commercial Bank (UCB)

বৃহস্পতিবার

১৮ আগস্ট ২০২২


৩ ভাদ্র ১৪২৯,

১৮ মুহররম ১৪৪৪

সৌদি আরবে আরও তিন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:২৩, ১ জুলাই ২০২২  
সৌদি আরবে আরও তিন বাংলাদেশী হজ্বযাত্রীর মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ জুলাই): সৌদি আরবে হজ্ব করতে গিয়ে আরও তিন বাংলাদেশী মারা গেছেন। মৃত্যুবরণকারীরা হলেন— আব্দুল গফুর মিয়া (৬২), ফাতেমা বেগম (৬০) ও  রফিকুল ইসলাম (৪৭)। 

তাদের মধ্যে আব্দুল গফুর গত মঙ্গলবার এবং রফিকুল ইসলাম ও ফাতেমা বেগম গতকাল বৃহস্পতিবার মারা যান।

ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব ব্যবস্থাপনা-সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। 

ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার হজ আইডি নম্বর ০৭৭৩০৮০ ও পাসপোর্ট নম্বর বিওয়াই০০৬২২০২। রাজধানীর বাড্ডার সাতারকুলের বাসিন্দা ফাতেমা বেগমের হজ আইডি নম্বর ০৭৭৩০৫১ ও পাসপোর্ট নম্বর ইই০৩৮২৮৪৩। এবং সিরাজগঞ্জ জেলার কামারখান্দার বাসিন্দা রফিকুল ইসলামের হজ আইডি নম্বর ০৫৭৬০৯৯ ও পাসপোর্ট নম্বর বিটি০৪৮৫৪৩৩। 
 
প্রসঙ্গত,  এ নিয়ে চলতি হজ্ব মৌসুমে সৌদি আরবে মোট নয়জন বাংলাদেশী হজ্বযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়