শুক্রবার

২৬ এপ্রিল ২০২৪


১৩ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২,০৮৭

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৩৯, ২৮ জুন ২০২২  
করোনায় তিনজনের মৃত্যু, শনাক্ত ২,০৮৭

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৮ জুন): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৪৫ জনে। তবে এতে শনাক্ত হয়েছেন ২,০৮৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ২,০৮৭ জন। আগের দিন এ সংখ্যা ছিল ২,১০১ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২০০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ৭ হাজার ০৬৭ জন হয়েছে।

এতে আরো বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৩ হাজার ৪৮৯ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ২,০৮৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৭। গতকাল শনাক্তের হার ছিল ১৫ দশমিক ২০।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়