বৃহস্পতিবার

২৫ এপ্রিল ২০২৪


১২ বৈশাখ ১৪৩১,

১৬ শাওয়াল ১৪৪৫

টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫২, ২৫ জুন ২০২২   আপডেট: ১৫:৫৮, ২৫ জুন ২০২২
টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী

টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

ঢাকা (২৫ জুন): ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে নিজের গাড়ির জন্য তিনি ৭৫০ টাকা টোল দিয়েছেন। আর বাকী টাকা টোল দিয়েছেন তার গাড়িবহরে থাকা ১৮ টি গাড়ির জন্য।

শনিবার দুপুর ১২টার একটু আগে প্রধানমন্ত্রী মাওয়ায় পদ্মা সেতু উদ্বোধন করেন। এরপর তিনি পদ্মা সেতু পাড়ি দিয়ে জাজিরা প্রান্তে যান।

পদ্মা সেতুর টোল কর্মী তানিয়া আফরিন গণমাধ্যমকে জানিয়েছেন, সেতু পার হতে প্রধানমন্ত্রী মোট ১৬ হাজার ৪০০ টাকা টোল দিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীই টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছেন। পদ্মা সেতু আজ যানবাহন চলাচলের জন্য উদ্বোধন করা হলেও আগামীকাল সকাল ছয়টায় সর্বসাধারণের যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়