বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

সৌদি পৌঁছেছেন প্রায় সাড়ে ৩৪ হাজার বাংলাদেশী হজ্বযাত্রী

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:২৬, ২৪ জুন ২০২২  
সৌদি পৌঁছেছেন প্রায় সাড়ে ৩৪ হাজার বাংলাদেশী হজ্বযাত্রী

ফাইল ছবি, সংগৃহিত

ঢাকা (২৪ জুন): চলতি বছরের হজ্ব ফ্লাইট শুরু হওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ৯৫টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৩৪ হাজার ৪৯১ জন হজ্বযাত্রী। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজ্বের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

সৌদি আরবে যাওয়া বাংলাদেশী হজ্বযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৩৮৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৩১ হাজার ১০৬ জন রয়েছেন।

এক্ষেত্রে পরিচালিত ৯৫টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫২টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে।

চাঁদ দেখার উপর নির্ভরশীল সম্ভাব্য ৮ জুলাই হজ্ব অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশী হজ্বযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

এ বছর হজ্বযাত্রায় আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ্ব শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।  

Nagad
Walton

সর্বশেষ