Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত

শুক্রবার

০৪ জুলাই ২০২৫


২০ আষাঢ় ১৪৩২,

০৮ মুহররম ১৪৪৭

২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৫৪, ২৫ মে ২০২২  
২৪ ঘণ্টায় ৩০ জনের করোনা শনাক্ত

গ্রাফিক্স:বিজনেস ইনসাইডার বাংলাদেশ

ঢাকা (২৫ মে): সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। আগের দিনও করোনায় কারো মৃত্যু হয়নি। তাই করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনই রয়েছে। তবে এতে শনাক্ত হয়েছেন ৩০ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৬৫ শতাংশ।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছেন ৩০ জন। শনাক্ত হওয়া ৩০ জনের মধ্যে ২২ জনই ঢাকা বিভাগের অধিবাসী। এ ছাড়া ময়মনসিংহে চারজন,  খুলনায় একজন এবং চট্টগ্রামে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের দিন এ সংখ্যা ছিল ৩৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩২৮ জনে।

এতে আরও বলা হয়েছে ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ২১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১৯ লাখ ১ হাজার ৬০০ জন হয়েছে।

এতে আরো বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৪ হাজার ৬১৬ টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৬৫। গতকাল শনাক্তের হার ছিল ০ দশমিক ৭৯।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়