মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

সরকারিভাবে হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৪৮, ২৩ মে ২০২২   আপডেট: ১২:৫০, ২৩ মে ২০২২
সরকারিভাবে হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় বাড়ল

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

ঢাকা (২৩ মে): সরকারি ব্যবস্থাপনায় হজ্বযাত্রীদের নিবন্ধনের সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। গতকাল রবিবার রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর পূর্বে, নিবন্ধনের শেষ সময় ছিল গতকাল রবিবার ব্যাংক লেনদেনের সময় পর্যন্ত।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১ এর নিবন্ধন কার্যক্রম ২২ মে সন্ধ্যায় বন্ধ করা হয়েছে। শূন্য কোটা পূরণের জন্য সরকার ঘোষিত হজ্ব প্যাকেজ অনুযায়ী বর্ধিত সময়সূচি ঘোষণা করা হল। নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময় শুরু ২৩ মে, নিবন্ধনের অর্থ পরিশোধে বর্ধিত সময়ের শেষ তারিখ ২৪ মে (ব্যাংকিং সময় পর্যন্ত)। বর্ধিত সময়ে প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৫ হাজার ৯২৫ থেকে সর্বশেষ ক্রমিক ২৭ হাজার ১০৫ পর্যন্ত হজ্বযাত্রীরা নিবন্ধনের আওতায় আসবেন। এ সময়ে কেবল সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-২ এর অধীনে নিবন্ধনের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৫৭ হাজার মুসল্লি হজ্ব পালনে সৌদি আরবে যাওয়ার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার আর বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

সরকারিভাবে হজ্বে যেতে প্যাকেজ-১-এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২-এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়