শুক্রবার

১৯ এপ্রিল ২০২৪


৬ বৈশাখ ১৪৩১,

১০ শাওয়াল ১৪৪৫

২৯ মে থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:২৮, ২০ মে ২০২২   আপডেট: ১২:৩৫, ২০ মে ২০২২
২৯ মে থেকে ফের চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল

ছবি: সংগৃহীত

ঢাকা (২০ মে): করোনাপরিস্থিতির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ-ভারতের মধ্যে আন্তঃসীমান্ত ট্রেন চলাচল আগামী ২৯ মে ফের চালু হচ্ছে৷ 

আজ শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা-খুলনার মধ্যে বন্ধন এক্সপ্রেস দুটিই ২৯ মে চালু হবে৷ সেদিন মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে এবং বন্ধন এক্সপ্রেস  কলকাতা থেকে যাত্রা শুরু করবে ৷

তারা আরও জানায়, এ ছাড়া ১ জুন দুই দেশের রেলমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেস চলাচল শুরুর উদ্বোধন করবেন। সেদিনি নিউ জলপাইগুঁড়ি থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে৷

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে স্থগিতাদেশের আগে, মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে পাঁচ দিন এবং খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস সপ্তাহে দুইবার চলাচল করত।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়