শুক্রবার

২৯ মার্চ ২০২৪


১৫ চৈত্র ১৪৩০,

১৯ রমজান ১৪৪৫

কোন কোন দেশে টাকা রেখেছেন পি কে, জানতে চেয়েছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩২, ১৭ মে ২০২২   আপডেট: ১৩:১৪, ১৭ মে ২০২২
কোন কোন দেশে টাকা রেখেছেন পি কে, জানতে চেয়েছেন হাইকোর্ট

ছবি: সংগৃহীত

ঢাকা (১৭ মে): ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার বিশ্বের কোন কোন দেশে টাকা রেখেছেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে রুলের শুনানির জন্য আগামী ১২ জুন দিন ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান উপস্থিত ছিলেন।

আজ এ বিষয়ে হাইকোর্ট বলেছেন, আদালতের বিভিন্ন আদেশের কারণেই পি কে হালদার আজ অর্থপাচারকারী হিসেবে চিহ্নিত। আদালত এমন আদেশ দিবে, পি কে হালদার ও অন্যান্য অর্থপাচারকারীরা পৃথিবীর কোথাও শান্তিতে থাকতে পারবে না।

এর আগে, গতকাল সোমবার এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদারকে ভারতে গ্রেফতারের তথ্য আনুষ্ঠানিকভাবে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ।

এর পূর্বে, ২০২০ সালের ১৮ নভেম্বর পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুল জারি করেছিলেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। 
ওই রুলের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। 

এর মধ্যেই গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হন পি কে হালদার। তার বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করার অভিযোগ রয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর বরাত দিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম জানায়, পি কে হালদার রেশন কার্ড, ভারতের জাতীয় পরিচয়পত্র, আয়কর দপ্তরের পরিচয়পত্র পি এ এন (প্যান) ও আধার কার্ডের মতো ভারতীয় বিভিন্ন সরকারি পরিচয়পত্র জালিয়াতি করে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে অবস্থান করছিলেন। যদিও সরকার জানিয়েছে, পি কে হালদারের গ্রেফতারের বিষয়টি ভারত এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়